চট্টগ্রামে করোনায় ৭ জনের মৃত্যু
১৭ এপ্রিল ২০২১ ১৯:৩৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাত জনের মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন আরও ৩০২ জন।
শুক্রবার রাত পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তৈরি প্রতিবেদনে এ তথ্য এসেছে।
শনিবার (১৭ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৩০২ জনের কোভিড পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে শহরের ২২৬ জন। উপজেলার ৭৬ জন।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া চারজন চট্টগ্রাম নগরীর এবং তিনজন উপজেলার বাসিন্দা বলে প্রতিবেদনে বলা হয়েছে।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ৯ এপ্রিল মারা যান করোনায় আক্রান্ত একজন।
চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান জানিয়েছেন, চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬৮২ জন। এর মধ্যে মহানগরীর ৩৭ হাজার ৪৪১ জন এবং বিভিন্ন উপজেলার ৯ হাজার ২৪১ জন।
এ পর্যন্ত মারা গেছেন ৪৫২ জন। এদের মধ্যে ৩৩৩ জন শহরের এবং ১১৯ জন বিভিন্ন উপজেলার।
সারাবাংলা/আরডি/এমও