স্বেচ্ছাসেবক লীগের ‘টেলিহেলথ’ সার্ভিস চালু
স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২১ ১৯:৫৬
১৭ এপ্রিল ২০২১ ১৯:৫৬
ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ঘরবন্দি রোগাক্রান্ত মানুষকে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও সেবা দিতে আবারও টেলিহেলথ সার্ভিস চালু করতে যাচ্ছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
দেশের ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে বিনামূল্যে সেবা দেবে টেলিহেলথ সার্ভিস।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে বিনামূল্যে টেলিহেলথ সার্ভিস সেবা কার্যক্রমের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
এসময় আরও উপস্থিত থাকবেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় নেতারা।
সারাবাংলা/জেআর/এমও