Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে একই পরিবারের ৩ জনের বিষপান, সন্তানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২১ ২২:৪৮

ঠাকুরগাঁও: জেলার রাণীশংকৈল উপজেলায় এক দম্পতি সাত মাসের কন্যা সন্তানসহ বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় দম্পতি বেঁচে গেলেও, শিশুটির মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় ঘটনাটি উপজেলার কদমপুর উমরাডাঙ্গী পূর্বপাড়া গ্রামে ঘটে।

ওই দম্পতি হলেন উপজেলার উমরাডাঙ্গী পূর্বপাড়া গ্রামের আজিম উদ্দীনের ছেলে ইয়াসিন আলী ও তার স্ত্রী শিমু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ওই দম্পতি নিজেরাসহ তাদের ৭ মাসের কন্যা সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে পরিবারের অন্য সদস্যরা সবাইকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

দম্পত্তির অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এ ঘটনায় ইয়াসিনের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি জানার পর পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এমও

আত্মহত্যার চেষ্টা বিষপান

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর