Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাদের মির্জার ছেলেকে হত্যার হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২১ ০৯:৫৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ১১:৪০

নোয়াখালী: সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ছেলে তাশিক মির্জাকে (২৫) ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৭ এপ্রিল) রাত আটটা ৯ মিনিটে কাদের মির্জার ফোনে এ হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।

কাদের মির্জা বলেন, শনিবার সন্ধ্যার দিকে একটি বিদেশি নম্বর থেকে আমার মোবাইল ফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বললে, ফোনের ওপাশ থেকে আমার একমাত্র ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর আর কোনো কথা না বলে সংযোগ কেটে দেয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, ছেলেকে হত্যার হুমকির বিষয়ে কাদের মির্জা জিডি করেছেন। পুলিশ ওই নম্বরটি ট্যাগ করে দেখেছে মেক্সিকো থেকে ফোন দিয়ে এ হুমকি দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সারাবাংলা/এএম

ওবায়দুল কাদের কাদের মির্জা টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর