Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিসোর্ট কাণ্ড: সোনারগাঁও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২১ ১০:৪৩

নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের রিসোর্টে মামুনুল হক নারীসহ অবরুদ্ধ হওয়ার পর হেফাজতের চালানো সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় স্থানীয় পৌরসভার কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ এপ্রিল) ভো‌রে উপজেলার ভবনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান জানান, সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

আরও পড়ুন: রিসোর্টে নারীসহ অবরুদ্ধ মামুনুল হক

উল্লেখ্য, ৩ এপ্রিল রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ন মহাসচিব মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হন। এ ঘটনায় তার সমর্থকরা রয়েল রিসোর্ট, আওয়ামী লীগ অফিস ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর ও মহাসড়কে অগ্নিসংযোগ করে নাশকতা চলায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি ও ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে পাঁচটি মামলা দায়ের করেন। এসব মামলা ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১৮০০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ৭ মামলায় পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করেছে।

 

সারাবাংলা/এএম

টপ নিউজ মামুনুল হক রিসোর্ট কাণ্ড


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর