Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কের জমি দখল করে পাকা ভবন নির্মাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২১ ১৫:৪৭

বরিশাল: বরিশালের গড়িয়াগাভায় প্রভাবশালীদের বিরুদ্ধে সড়কের জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জেলার উজিরপুর-ধামুরা সড়কের ধার ঘেঁষে থাকা সরকারি জমি দখল করে ওই ভবন নির্মাণ করা হচ্ছে।

রোববার (১৮ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ওই এলাকার মন্নান হাওলাদারের ছেলে প্রভাবশালী সাইদুল হাওলাদার লোকজন নিয়ে তড়িঘড়ি করে ভবনের নির্মাণ কাজ করছেন। স্থানীয়রা জানান, ক্ষমতার দাপটে অন্যায়ভাবে ভবন নির্মাণ করা হয়েছে। এর ফলে চলাচলের একমাত্র রাস্তাটি ভবিষ্যতে প্রশস্ত করতে গেলে ওই ভবন বাধা হয়ে দাঁড়াবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে অভিযুক্ত সাইদুল হাওলাদার জানান, আমাদের পৈতৃক সম্পত্তির সম্মুখে ভবন করছি। যার যার প্লটের সামনে সেই ভোগ করবে, এটাই স্বাভাবিক। সরকারের তাতে কোনো ক্ষতি নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রনতি বিশ্বাস জানান, সরকারি রাস্তার জমি দখল করে কেউ পাকা ভবন নির্মাণ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনএস

পাকা ভবন নির্মাণ বরিশাল সড়কের জমি দখল

বিজ্ঞাপন

মানুষের হিংস্রতা কেন বাড়ছে?
২৪ নভেম্বর ২০২৪ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর