ডিজিটাল আইনে নুরের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২ জুন
১৯ এপ্রিল ২০২১ ১৬:৫২
ঢাকা: ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগ নিয়ে মন্তব্য করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২ জুন ধার্য করেছেন আদালত।
সোমবার (১৯ এপ্রিল) মামলাটির এজাহার আদালতে আসে। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ তারিখ ধার্য করেন।
নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজিব ১৮ এপ্রিল শাহবাগ থানায় বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবেব ভিপি নুর আওয়ামী লীগ সমর্থকদের চাঁদাবাজ, মাদক চোরাকারবারি, ধোঁকাবাজ ও বাটপার বলেছেন। তার মন্তব্য শুধু আওয়ামী লীগ নেতাকর্মীদের নয়, ধর্মপ্রাণ মুসলমানদের ওপরে আঘাত করেছে বলে বাদি অভিযোগে উল্লেখ করেছেন।
সারাবাংলা/এআই/এমও