Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গার আদালত এলাকা থেকে ভুয়া এসআই আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২১ ১৭:২৫

চুয়াডাঙ্গা: আদালত এলাকা থেকে সোহেল রানা (২৬) নামে এক ভুয়া পুলিশ উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে তাকে আটকের পর তার কাছ থেকে বাংলাদেশ পুলিশের জাল পরিচয়পত্র, ব্যাংকিং ভিসা কার্ড, আদালতের জাল নথি, পুলিশ স্টিকার সম্বলিত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক সোহেল রানা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়ীয়া গ্রামের মন্ডলপাড়ার মজিবর রহমানের ছেলে।

ওসি জানান, আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকার ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির সাজা মওকুফ করে জামিন দেওয়ার নাম করে ১০ হাজার টাকা দাবি করে অভিযুক্ত সোহেল রানা। এর মধ্যে ৩ হাজার টাকা হাতিয়ে নিয়ে সে ভুক্তোভোগী পরিবারদের আদালতে আসতে বলে। ওই পরিবারের সদস্যরা আদালত এলাকায় গেলে সোহেল রানাকে দেখে তাদের সন্দেহ হয়। এসময় তারা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ আদালত এলাকা থেকে সোহেল রানাকে আটক করে। এসময় তার কাছে থাকা বাংলাদেশ পুলিশের জাল পরিচয়পত্র, বেশ কয়েকটি ব্যাংকিং ভিসা কার্ড, আদালতের জাল নথি, পুলিশ স্টিকার সম্বলিত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি জাআনা, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসএসএ

ভুয়া এসআই আটক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর