Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ছাড়াল ৪৭ হাজার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২১ ১৭:৪৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন আরও ২৯৩ জন। এ হিসেবে আক্রান্তের সংখ্যা গত এক বছরে ৪৭ হাজার ছাড়িয়ে গেছে।

রোববার (১৮ এপ্রিল) রাত পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তৈরি প্রতিবেদনে এ তথ্য এসেছে।

সোমবার (১৯ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২৯৩ জনের কোভিড পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে শহরের ২৪৯ জন। উপজেলার ৪৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া পাঁচ জন চট্টগ্রাম নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ৯ এপ্রিল মারা যান করোনায় আক্রান্ত একজন।

চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান জানিয়েছেন, চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ২২৭ জন। এর মধ্যে মহানগরীর ৩৭ হাজার ৯২৫ জন এবং বিভিন্ন উপজেলার ৯ হাজার ৩০২ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪৬৪ জন। এদের মধ্যে ৩৪৩ জন শহরের এবং ১২১ জন বিভিন্ন উপজেলার।

সারাবাংলা/আরডি/এনএস

করোনাভাইরাস চট্টগ্রাম শনাক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর