চট্টগ্রামে ভাতিজার ‘ঘুষিতে’ চাচার মৃত্যু
১৯ এপ্রিল ২০২১ ২০:৪৮
চট্টগ্রাম ব্যুরো: জায়গা-জমি নিয়ে ঝগড়ার সময় ভাতিজার ‘ঘুষিতে’ আহত চাচা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (১৯ এপ্রিল) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি-পটিয়া সার্কেল) তারেকুল ইসলাম।
নিহত ইছমত আলী (৫৫) বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিজিরপুর গ্রামের তাজুর মুল্লুকের বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে।
এএসপি তারেকুল ইসলাম জানান, বাড়িতে আসা-যাওয়ার পথের সীমানা নিয়ে ইছমত আলীর সঙ্গে তার ভাতিজাদের বিরোধ ছিল। সকালে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় এক ভাতিজা তাকে ঘুষি মারে।
স্থানীয়দের বরাত দিয়ে এএসপি বলেন, ‘ঘুষির আঘাতে ইছমত আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। এখন ঘুষিতে ইছমত আলীর মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে।’
তারেকুল জানান, মৃতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সারাবাংলা/আরডি/পিটিএম