ব্যাংক ও পুঁজিবাজারের পর চালু হচ্ছে বিমা খাতও
২০ এপ্রিল ২০২১ ০১:০৯
ঢাকা: সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যেই চালু রয়েছে দেশের সব তফসিলি ব্যাংক ও পুঁজিবাজার। এবার বিমা কোম্পানির অফিসও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) জানিয়েছে, সরকারি স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার (২০ এপ্রিল) থেকে সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিমা কোম্পানির প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে।
সোমবার (১৯ এপ্রিল) আইডিআরএ’র নির্বাহী পরিচালক এস এম শাকিল আখতারের সই করা এক নির্দেশনায় বিমা কোম্পানি খোলার রাখার এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআরএ) আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশান মন্ত্রণালয়ের সম্মিতিতে আইডিআরএ সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে। বিমা কোম্পানি খোলা রাখার বিষয়ে বলা হয়েছে, নিজ নিজ বিমা প্রতিষ্ঠানকে তাদের কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে আনা-নেওয়া করতে হবে।
এদিকে, আইডিআরএ‘র নির্বাহী পরিচালক এস এম শাকিল আখতার সারাবাংলাকে, দেশের আমদানি-রফতানির ক্ষেত্রে ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি নৌ-বিমা পলিসি ইস্যু করতে হয়। অন্যথায় আমদানি-রফতানি কার্যক্রম নির্বিঘ্ন রাখা যাবে না।
তিনি আরও বলেন, এছাড়াও জীবন বিমা কোম্পানির মেয়াদ পূর্তি ও মৃত দাবি যথাযথ সময়ে পরিশোধের স্বার্থে বিমা কোম্পানির প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলো চালু রাখা প্রয়োজন। সে কারণেই আমরা ২৫ শতাংশ জনবল দিয়ে এসব শাখা খোলা রাখতে বলেছি।
সারাবাংলা/জিএস/টিআর