Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লকডাউনেও’ পুঁজিবাজারে লেনদেন ১৩৭২ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২১ ১৪:০৫

ঢাকা: সর্বাত্মক ‘লকডাউন’র মধ্যেও পুঁজিবাজারে সূচকের ঊর্ধমুখীধারা অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই সূচকের পাশাপাশি বাড়ছে আর্থিক ও শেয়ার লেনদেন। মঙ্গলবার (২০ এপ্রিল) দিনশেষে দুই পুঁজিবাজারে প্রায় পৌনে চৌদ্দশ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার পুঁজিবাজারে টানা ৬ষ্ঠ দিনের মতো সূচকের উত্থান দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন। সেইসঙ্গে বেড়েছে সব সূচক ও বাজার মূলধন।

দিনশেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৪টি কোম্পানির ২৫ কোটি ৬০ লাখ ৮৪ হাজার ৮৯০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬৯৭ কোটি ২৯ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২১ পয়েন্টে উন্নীত হয়।এছাড়াও এদিন ডিএসই-৩০ মূল্য সূচক ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৩ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৩৭ কোম্পানির ১ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৯২৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২১৪পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬৮৫ পয়েন্টে উন্নীত হয়। এদিন সিএসইতে ৭১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ৩৪কোটি ৫২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ পুঁজিবাজার লেনদেন সূচক

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর