Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

“শুধু সংখ্যায় কোর্স খুলে দিলেই হবে না, যথাযথ মনিটরিং করতে হবে”


২৪ মার্চ ২০১৮ ২০:৫২ | আপডেট: ২৪ মার্চ ২০১৮ ২০:৫৯

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা : বিশ্ববিদ্যালয়ে কেবল সংখ্যায় কোর্স খুলে দিলেই হবে না, যথাযথ মনিটরিং করতে হবে। শিক্ষার্থীরা প্রশিক্ষণ পেয়ে ও পড়াশোনা করে ডিগ্রি লাভ করছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে-বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

শনিবার উপাচার্যের দায়িত্ব গ্রহণ করে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স (বিসিপিএস)-এর সভাপতি এবং এ বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডীন ও নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের অধীনে বিপুলসংখ্যক চিকিৎসক বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিতে ভর্তি ও পড়াশুনা করছেন। শুধু সংখ্যায় কোর্স খুলে দিলেই হবে না, যথাযথ মনিটরিং করে ওই সকল কোর্সের শিক্ষার্থীরা উন্নততর প্রশিক্ষণ পেয়ে ও ভালোভাবে পড়াশুনা করে ডিগ্রি লাভ করছে কিনা তা খতিয়ে দেখা হবে। গুরুত্ব দিতে হবে গবেষণার প্রতিও।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিজে একজন ক্লিনিশিয়ান হওয়ায় কীভাবে রোগীকে আরও অধিকতর উন্নতমানের সেবা প্রদান করা যায় সে বিষয়ে আমার সম্যক ধারণা আছে।

রাষ্ট্রপতির নির্দেশক্রমে ১৫ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ সংক্রান্ত এ আদেশ জারি হয়। আগামী তিন বছরের জন্য তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সারাবাংলা/জেএ/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর