সুনামগঞ্জের হাওরে ধানকাটা উৎসব শুরু
২০ এপ্রিল ২০২১ ১৬:৩০
সুনামগঞ্জ: জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের পাগনা হাওরে ধানকাটা উৎসব শুরু হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং কৃষি অধিদফতরের উদ্যোগে আয়োজিত বোরো ধানকাটা উৎসবের উদ্বোধন করেন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
উৎসবে যোগ দিয়ে বিভাগীয় কমিশনার বলেন, হাওরে ফসল ৮০ ভাগ পেকে গেলেই ধানকাটা একান্ত প্রয়োজন। কারণ, প্রাকৃতিক দুর্যোগে ফসলহানি হওয়ার সম্ভাবনা খুব বেশি।
তিনি আরও বলেন, সরকার সবচেয়ে বেশী ভর্তুকি দিচ্ছে কৃষিখাতে তাই কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে কৃষক বাঁচবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চল কৃষি অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার অধিকারী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জেলা নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ফরিদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিশ্বজিত দেবসহ আরও অনেকে।
সারাবাংলা/একেএম