Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় সেবা: চট্টগ্রামে ছাত্রলীগের অ্যাম্বুলেন্স সার্ভিস চালু

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২১ ১৯:৪৮

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্তদের সেবায় চট্টগ্রাম নগরীতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে ছাত্রলীগ। তিনটি অ্যাম্বুলেন্স দিয়ে চালু করা এ সেবার আওতায় দু’টি রোগী পরিবহন এবং একটি লাশ পরিবহনে ব্যবহার করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ পরিস্থিতিতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে নগরীর বায়েজিদ বোস্তামি থানা কমিটির পক্ষ থেকে এ সেবার ব্যবস্থা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বায়েজিদ বোস্তামি থানা ছাত্রলীগের আহ্বায়ক সুলতান মাহমুদ ফয়সাল সারাবাংলাকে বলেন, ‘তিনটি অ্যাম্বুলেন্স দিয়ে আমরা হ্যালো ছাত্রলীগ নামে একটি সেবা চালু করেছি। করোনায় আক্রান্ত যে কাউকে হাসপাতালে আনা-নেওয়াসহ যেকোনো ধরনের সেবার জন্য আমাদের নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করতে আমরা অনুরোধ করছি। লাশ পরিবহনের জন্যও আমরা আরেকটি অ্যাম্বুলেন্স বরাদ্দ রেখেছি।’

বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিসের সেবা গ্রহণের জন্য রুবেল খান (+880 1828-571010), নুরুল বশর বিপুল ( 01811-651827), রবিউল ইসলাম খুকু (01857-920024) এবং তানজিল বিন রফিকের (01825-359395) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/আরডি/এসএসএ

করোনাভাইরাস চট্টগ্রামে ছাত্রলীগের অ্যাম্বুলেন্স সার্ভিস চালু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর