অর্ধেক যাত্রী নিয়ে চলছে অভ্যন্তরীণ ফ্লাইট
২১ এপ্রিল ২০২১ ১৬:০১
ঢাকা: দীর্ঘ ১৬ দিন পর অর্ধেক যাত্রী নিয়ে শুরু হলো অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল। তবে আপাতত ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট বন্ধ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক রুটে যে পাঁচটি দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট চালু ছিল, তার সঙ্গে আজ থেকে যুক্ত হয়েছে চীনও।
বুধবার (২১ এপ্রিল) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গিয়ে দেখা গেছে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের আনাগোনা।
বিমানবন্দর সূত্রে জানা যায়, গতকাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সীমিত পরিসরে বিমান চলাচলের অনুমতি দেয়। আর সেই সীমিত পরিসরে বলতে কক্সবাজার ছাড়া সকল রুটে বিমান চলাচল করতে পারবে। একইসঙ্গে ফ্লাইটের পরিমাণও কমিয়ে দেওয়া হয়।
আরও জানা যায়, অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের অনুমতি পাওয়ার পরপরই ফ্লাইট চালুর ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার।
ইউএস বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম সারাবাংলাকে বলেন, আমাদের অন্যান্য সময় অভ্যন্তরীণ ৭০টি ফ্লাইট থাকে। কিন্তু আজ আমাদের ১০টি ফ্লাইট রয়েছে। সিলেট, চট্টগ্রাম, বরিশাল, সৈয়দপুর ও যশোর রুটে ফ্লাইট গেছে। সব ফ্লাইট অর্ধেক যাত্রী নিয়ে পরিচালনা করা হচ্ছে।
নভোএয়ার সূত্রে জানা যায়, বেসরকারি এই এয়ারলাইন্সটির আজকে ফ্লাইট রয়েছে ৭টি। চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর ও সিলেট রুটে ফ্লাইট রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এবং অর্ধেক যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ আজ কোনো ফ্লাইট চলাচল করেনি। আগামীকাল থেকে বাংলাদেশ বিমান চট্টগ্রাম, সিলেট, বরিশাল, যশোর ও সৈয়দপুরে রুটে ফ্লাইট পরিচালনা করবে।
এর আগে ৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে সিভিল এভিয়েশন। এরপর ১৪ এপ্রিল থেকে বন্ধ হয় আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল। যা এখন বন্ধ থাকলেও শুধু চালু হয়েছে চীনের রুটে। একইসঙ্গে প্রবাসী শ্রমিকদের কথা বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সৌদি আরব ও সিঙ্গাপুরের সঙ্গে বিশেষ ফ্লাইট চলাচল শুরু করেছে বাংলাদেশ।
সারাবাংলা/এসজে/এসএসএ