Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রফিকুল ইসলাম মাদানী ৪ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২১ ১৭:২৪

ঢাকা: মতিঝিল থানায় নাশকতার অভিযোগে মামলায় শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ এপ্রিল) মামলাটির তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার আসামি রফিকুল ইসলাম মাদানীর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের ভার্চ্যুয়াল আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

আদনান শান্ত নামের এক ব্যক্তি মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ ৫ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ইউটিউব ও বিভিন্ন সামাজিক মাধ্যমে মাওলানা রফিকুল ইসলাম মাদানী দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। তার এসব বক্তব্য দেশের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এর ফলে বিভ্রান্ত মানুষরা দেশের সম্পত্তির ক্ষতি করছে।

গত ৭ এপ্রিল ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাব।

এরপর গত ১৬ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে দুইদিনের রিমান্ডে নেয় পুলিশ।

সারাবাংলা/এআই/একে

নাশকতা মাদানী রফিকুল ইসলাম মাদানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর