Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ বছরে আইসিইউ বেড বেড়েছে ৭ শ’র বেশি, বর্তমানে খালি ২৪৩টি

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২১ ২০:৪৬

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় এক বছরের ৭০০ এর বেশি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বেড়েছে। বর্তমানে কোভিড-১৯ চিকিৎসার জন্য মোট আইসিইউ বেড আছে এক হাজার পাঁচটি। এর মাঝে বর্তমানে ২৪৩টি আইসিইউ বেড খালি আছে। এ ছাড়াও সব মিলিয়ে দেশে এখন কোভিড আক্রান্তদের জন্য বেড সংখ্যা ১২ হাজার ১৩৯টি। এর মধ্যে রোগী ভর্তি আছে ৫ হাজার ৭৫৯টিতে। মোট বেড ফাঁকা আছে ৬ হাজার ৩৮০টি।

বুধবার (২১ এপ্রিল) অনলাইনে আয়োজিত এক বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন এ কথা বলেন।

ডা. রোবেদ আমিন বলেন, ‘বাংলাদেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। আগের বার থেকে এবার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেশি দেখা যাচ্ছে। গত পাঁচদিনের মধ্যে চারদিনই মৃতের সংখ্যা ছিল শতাধিক। সংক্রমণের সংখ্যা থাকছে চার হাজারের ওপরে। গত বছর এই সময়ে আইসিইউ শয্যা ছিল ৩০০টি। এক বছরে সেটি বেড়েছে ৭০০ এর বেশি।’

কোন হাসপাতালে শয্যা ফাঁকা আছে তা আগে থেকে জেনে নিয়ে রোগী ভর্তির পরামর্শ দিয়েছেন ডা. রোবেদ আমিন।

তিনি বলেন, ‘কোভিড-১৯ আক্রান্তদের ১০০ ভাগের ৮৬ ভাগ স্বাভাবিকভাবে ঘরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়েছে উঠছে। তাই আমি বলব, বাসা থেকে চিকিৎসা নেবেন। এ ছাড়া বেশকিছু দিন ধরে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। এটা নতুন ভ্যারিয়েন্টের কারণে বেড়েছে। এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা আক্রান্ত হয়ে শ্বাস কষ্ট দেখা দিলে হাসপাতালে নিতে হবে। আক্সিজেন লাগলে অক্সিজেন দিতে হবে। সঠিক সময় চিকিৎসা দিলে করোনা রোগীর জীবন বাঁচানো সম্ভব হবে।’

রোবেদ আমিন বলেন, ‘করোনার নতুন ধরন ও মিউটেশনের কারণে এই ভাইরাস ছড়াচ্ছে এতে সংক্রমণ ও মৃতু দুইটাই বেড়েছে। এখন যে মৃত্যুগুলো হচ্ছে সেগুলোর মধ্যে দুই-তিনদিন আগের শনাক্ত রোগীই বেশি।’

সারাবাংলা/এসবি/একে


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর