Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৪৮ হাজার ছাড়াল

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২১ ১০:৫০

চট্টগ্রাম ব্যুরো: গত ২৪ ঘণ্টায় আরও ২৭৮ জন রোগী শনাক্তের পর চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়ে গেছে। করোনায় আক্রান্ত হয়ে সর্বশেষ তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তৈরি প্রতিবেদনে এ তথ্য এসেছে।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানিয়েছেন, গতকাল বুধবার (২১ এপ্রিল) ১ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২৭৮ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে শহরের ২২৩ জন ও উপজেলার ৫৫ জন। এছাড়া মারা যাওয়া তিনজন শহরের বাসিন্দা বলেও জানিয়েছেন তিনি।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান জানিয়েছেন, এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪৮০ জন মারা গেছেন। এদের মধ্যে ৩৫৮ জন শহরের এবং ১২২ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ১৩৯ জন। এর মধ্যে শহরের ৩৮ হাজার ৬৪৭ জন এবং উপজেলার ৯ হাজার ৪৯২ জন।

সারাবাংলা/আরডি/এনএস

করোনাভাইরাস কোভিড-১৯ আক্রমণ চট্টগ্রাম

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর