কুমিল্লায় সাড়ে ৩ মাসে ৫ কোটি টাকার মাদক জব্দ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২১ ১৩:৪৩
২২ এপ্রিল ২০২১ ১৩:৪৩
কুমিল্লা: গত সাড়ে তিন মাসে কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে দুই টন গাঁজা ৬০ হাজার পিস ইয়াবা, সাড়ে সাত হাজার ফেন্সিডিলসহ পাঁচ কোটি ৩৪ লাখ টাকার বিভিন্ন ধরনের মাদক জব্দ করেছে পুলিশ। এসব অভিযানের সময় এক হাজার ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসব মাদকদ্রব্যের মধ্যে দেশীয় মদ, হুইস্কি, বিয়ারসহ বিদেশি মদ রয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্য জানান।।
এ সময় ফারুক আহমেদ বলেন, জেলা পুলিশ মাদকের উৎস, রুট মাদক প্রবণ এলাকাসমুহ চিহ্নিত করাসহ মাদক ব্যবসায়ীদের হালনাগাদ তালিকা প্রস্তুত করবে। এরপর মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এই সংবাদ সম্মেলনে জেলা পুলিশের ঊধ্র্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনএস