Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশেষ জজ আদালতে ভার্চুয়ালি জামিন শুনানি চলবে

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২১ ১৭:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) ব্যাপক বিস্তার রোধে ভার্চুয়াল পদ্ধতিতে বিশেষ জজ আদালত ও বিশেষ বিভাগীয় জজ আদালতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত নিষ্পত্তির কার্যক্রম পরিচালনা করা যাবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী এ বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যেক বিভাগীয় বিশেষ জজ ও বিশেষ জজ আদালত জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত নিষ্পত্তি করার উদ্দেশ্যে ভার্চুয়ালি আদালতের কার্যক্রম পরিচালনা করবেন।

বিজ্ঞাপন

এই আদেশ ২৫ এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

জামিন সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর