Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছবি তুললে আমার লাভ কী, পারলে মাস্ক কেনেন’

হাবিবুর রহমান, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২১ ২০:৫১

ঢাকা: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে অসহায় হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। করোনার প্রথম ঢেউ আসার পর নিম্নবিত্তরা বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা পেলেও এখন দ্বিতীয় ঢেউয়ে যেন পাল্টে গেছে সব। খেটে-খাওয়া মানুষজনের কাছে এখন আর সহযোগিতা আসে না! কারণ এতদিন যারা আর্থিক সহযোগিতা করতেন তারাও এখন দুর্দশায়।

নিম্ন আয়ের মানুষেরা বলছেন , গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপের লকডাউনে তাদের দুর্দশা এখন সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। কাজ না থাকায় পরিবার নিয়ে এখন কাটাতে হচ্ছে অবর্ণনীয় জীবন।

বিজ্ঞাপন


পেটের তাগিদে ছুটতে হচ্ছে অসহায় মানুষদের। তেমনই একজন নাজমা বেগম (৩৫)। এখন চোখের জলই যেন সঙ্গী তার। অভাবের তাড়নায় ঘর থেকে বের হয়ে তিন বছরের ছোট মেয়ে দোলনকে নিয়ে সড়কের পাশে বসে মাস্ক বিক্রি করছেন তিনি।

রাজধানীর মিন্টো রোডে কথা হয় নাজমার সঙ্গে। স্বামী ও তিন সন্তান নিয়ে নাজমার পরিবার। থাকেন মৌচাক এলাকার ভাড়া বাসায়।

নাজমা বেগম সারাবাংলাকে বলেন, ‘আমার স্বামী একজন দিনমজুর। করোনার কারণে লকডাউনে এখন তার কোনো কাজ নেই। সন্তানদের নিয়ে কষ্টে দিনযাপন করছি, কারো কাছে হাত পাততেও পারছি না।’

তিনি আরও বলেন, ‘কোনোদিন ১৫০ টাকা আবার কোনো দিন ২০০ থেকে ২৫০ টাকার মাস্ক বিক্রি হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করে যা পাই তা দিয়েই কোনোমতে দুই বেলা দুই মুঠ ভাত মুখে ওঠে।’

কথা বলতে বলতে তার চোখের জল ঝরতে থাকে অঝোরে। বলেন, ‘ছবি তুললে আমার লাভ কী, পারলে দুইটা মাস্ক কিনেন।’

সারাবাংলা/এইচআর/এমও

মাস্ক লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর