Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিক শিক্ষকদের পরিচয়পত্র বানাতে হবে নিজেদের টাকায়

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২১ ২০:২৭

ঢাকা: সরকারি প্রাথমিক শিক্ষকদের পরিচয়পত্র তৈরির নির্দেশনা আগেই দিয়ে রেখেছিল প্রাথমিক শিক্ষা অধিদফতর ডিপিই। এবার জানা গেল শিক্ষকদের টাকাতেই বানানো হবে তাদের এই পরিচয়পত্র।

ডিপিই বলছে, প্রাথমিকের স্লিপ ফান্ডের টাকায় পরিচয়পত্র হবে শিক্ষকদের। এ বিষয়ে নতুন একটি নির্দেশনাও দিয়েছে তারা। যেখানে বলা হয়েছে, পরিচয়পত্র তৈরিতে স্লিপ ফান্ড এবং অফিসের আনুষঙ্গিক খাত থেকে খরচ করার কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ এপ্রিল) জারি হওয়া ওই নির্দেশনায় অধিদফতরের পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমানের স্বাক্ষর রয়েছে।

সেখানে বলা হয়, ওয়েবসাইটের প্রদত্ত নমুনা অনুসারে পরিচয়পত্র প্রস্তুত করতে হবে। ফলে সারাদেশে অভিন্ন আকারে আইডি হবে। প্রধান ও সহকারী শিক্ষকদের পরিচয়পত্র ইস্যু করবেন সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার। অফিস প্রধানরা তার অফিসে কর্মরত সবার এবং প্রযোজ্য ক্ষেত্রে তার অধস্তন অফিস প্রধানদের পরিচয়পত্র প্রদান করবেন।

আরও বলা হয়, দাফতরিক পরিচয়পত্র ইস্যুর জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তা পরিচয়পত্রের নমুনা প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটের ‘ই-প্রাইমারি-স্কুল-সিস্টেম’ থেকে সংগ্রহ করে তার আওতাধীন সবাইকে জানাবেন। কর্মরত শিক্ষক-কর্মচারীদের তথ্য ও ছবি নমুনা সংগ্রহ করে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার কাছে জমা দেবেন। নিয়ন্ত্রণকারী কর্মকর্তা এনআইডি এবং শিক্ষক পিন নম্বর সংযোজিত পরিচয়পত্রে সই করে ব্যবহারকারীকে দেবেন।

শিক্ষকরা পরিচয়পত্র আইডি কার্ড সংরক্ষণ ও ব্যবহার করবেন। কর্মস্থল বাসস্থানের বাইরে দৈনন্দিন কাজে সার্বক্ষণিক পরিচয়পত্র সঙ্গে নিয়ে চলাফেরা করবেন। পরিচয়পত্র তৈরিতে স্থানীয়ভাবে কালার প্রিন্ট ও লেমিনেশন করতে হবে। বিদ্যালয়ের ক্ষেত্রে স্লিপ ফান্ড এবং অফিস আনুষঙ্গিক খাত থেকে এই টাকা খরচ করা যেতে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/একে

ডিপিই প্রাথমিক শিক্ষক শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর