Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসকের সঙ্গে তর্ক করা সেই ম্যাজিস্ট্রেট বরিশালে বদলি

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২১ ২২:৪৯ | আপডেট: ২২ এপ্রিল ২০২১ ২৩:১৩

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে দেশজুড়ে কঠোর নিষেধাজ্ঞা চলাকালে রাজধানীতে এক নারী চিকিৎসকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়া ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে তার বদলির আদেশ জারি করা হয়। আদেশে তাকে ঢাকা জেলা প্রশাসকদের কার্যালয় থেকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বিধিনিষেধ চলাকালে গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর এ্যালিফ্যান্ট রোডে দায়িত্ব পালনকালে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এক নারী চিকিৎসকের পরিচয়পত্র দেখতে চাইলে তাদের মধ্যে তর্ক-বির্তক হয়। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিজ্ঞাপন

পরে জানা যায়, সেই নারী চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাঈদা শওকত জানি। আর সেদিন সেখানে নিউমার্কেট থানা পুলিশের সহযোগীতায় সেখানে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মামুনুর রশীদ।

সারাবাংলা/জেআর/এসএসএ

জনপ্রশাসন মন্ত্রণালয় ম্যাজিস্ট্রেট বদলি