Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল নিরাপত্তা আইনে যুবদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ এপ্রিল ২০২১ ০৯:১১

নোয়াখালী: জেলার চাটখিল উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে আবদুল করিম পাটোয়ারী মিন্টু (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া করিম পাটোয়ারী উপজেলার রামনারায়নপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক এবং একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক ছিলেন। তিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিষু পাটোয়ারী বাড়ির শফিক উল্যাহ পাটোয়ারীর ছেলে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে তার বাড়ি থেকে তাকে প্রথমে আটক করা হয়।

এ ব্যাপারে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে সারাবাংলাকে জানান, তার বিরুদ্ধে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বিষেদগার করে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে। তাই তাকে আটক করার পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে।

সারাবাংলা/একেএম

ডিজিটাল নিরাপত্তা আইন নোয়াখালী যুবদল নেতা গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর