Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়িয়াল বিলে কৃষকের পাশে স্বেচ্ছাসেবক লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২১ ১৫:৩৭

ঢাকা: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার আরোপিত কঠোর বিধিনিষেধ চলছে। আগের বছরের মতো এবারও প্রধানমন্ত্রীর নির্দেশে বোরো ধান কাটার মৌসুমে কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

শুক্রবার (২৩ এপ্রিল) স্বেচ্ছাসেবক লীগ নেতারা শ্রীনগর থানার আড়িয়াল বিলের অসহায় কৃষক আবুল বেপারীর ছয় বিঘা জমির পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন। এ সময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ধানকাটা কার্যক্রমে অংশ নিয়ে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ বলেন, করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের শুরু থেকেই তারা খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দ্বিতীয় ঢেউয়েও অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তোলার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা চলমান রেখেছেন তারা।

তিনি আরও বলেন, বিগত দিনেও তারা ন্যায়ভিত্তিক কার্যক্রমে অংশ নিয়েছেন, করোনা সংক্রমণ পরিস্থিতিতে সারাদেশের নেতাকর্মীদের অসহায় কৃষক এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন তিনি।

এদিকে, সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, করোনাকালে জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ৪৩ জন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে টেলি হেলথ সার্ভিস, অ্যাম্বুলেন্স সার্ভিস, অক্সিজেন সিলিন্ডার সার্ভিস, মাস্ক এবং প্রয়োজনীয় ত্রাণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব কর্মসূচি অব্যাহত থাকবে।

অন্যদিকে, স্বেচ্ছাসেবক লীগের ধানকাটা কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ্ লিটন, কাজী মোয়াজ্জেম হোসেন, বাণিজ্যবিষয়ক সম্পাদক আনোয়ারুল আযিম, মহিলাবিষয়ক সম্পাদক অ্যাড.সালমা হাই টুনী, উপ- ধর্মবিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, এ কে এম আজগর আলী, আবু জাফর, ফয়সাল আহমেদ, জাহাঙ্গীর হোসেন বাবর, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, শ্রীনগর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল হক নিশাদ শিকদারসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

এছাড়াও, অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবক লীগ।

সারাবাংলা/এনআর/একেএম

আড়িয়াল বিল বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর