Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নি‌ষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৭ জে‌লের জ‌রিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২১ ২০:১৭

ভোলা: জেলায় নি‌ষেধাজ্ঞা অমান্য ক‌রে ইলিশ শিকার করার সময় ২০ জে‌লেকে আটক ক‌রে‌ছে মৎস্য বিভাগ ও পু‌লিশ সদস্যরা। এসময় জে‌লে‌দের কাছ থে‌কে প্রায় ২০ কে‌জি ইলিশ, ৫ হাজার মিটার কা‌রেন্ট জাল ও ৬টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

শুক্রবার (২৩ এপ্রিল) সকা‌লে ভোলা সদর উপ‌জেলার ইলিশা ইউনিয়‌নের মেঘনা নদী থে‌কে তা‌দের আটক করা হয়।

ভোলা সদর উপ‌জেলার মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন এসব তথ্য নি‌শ্চিত ক‌রে জানান, আটক ২০ জে‌লে‌কে ভ্রাম্যমাণ আদাল‌তে হা‌জির কর‌লে ১৭ জে‌লে‌কে ৩ হাজার ক‌রে ৫১ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং বাকি ৩ জে‌লের বয়স ১৮ বছরের কম হওয়ায় তা‌দের মু‌ক্তি দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন সদর উপ‌জেলার নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। তি‌নি জানান, ইলিশের অভয়াশ্রম হওয়ায় ভোলার মেঘনা-তেঁতুলিয়ার ১৯০ কি‌লো‌মিটার নদী‌তে ১ মার্চ থে‌কে ৩০ এপ্রিল সব ধর‌নের মাছ শিকারের ওপর নি‌ষেধাজ্ঞা র‌য়ে‌ছে।

জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। জব্দ করা জাল আগু‌নে পু‌ড়ি‌য়ে ফেলা হয়েছে। জব্দ করা ট্রলা‌রের বিষ‌য়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

সারাবাংলা/এমও

ইলিশ শিকার জরিমানা

বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর