কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মাহতাব-নাছিরের
২৩ এপ্রিল ২০২১ ২১:১৫
চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ পরিস্থিতিতে কঠোর লকডাউনের কারণে জীবিকা হারিয়ে অভাব-অনটনে পড়া দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
শুক্রবার (২৩ এপ্রিল) নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দুই নেতা বলেন, ‘বৈশ্বিক করোনা পরিস্থিতিতে জীবন ও জীবিকার চাকা থেমে গেছে। বাংলাদেশও তার প্রভাব পড়েছে। করোনার ছোবলের প্রথম পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ ও দূরদর্শী নেতৃত্বে জীবন ও জীবিকার চাকা সচল ছিলো এবং প্রবৃদ্ধির সূচক ও জাতীয় রিজার্ভ অনেক উন্নত দেশের তুলনায় বেশ ভালো ছিল।’
তবে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর পরিস্থিতি নাজুক হয়ে যাচ্ছে উল্লেখ করে তারা বলেন, ‘সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে কঠোর লকডাউন ঘোষণা ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। সঙ্গত কারণেই এই পরিস্থিতিতে জীবিকার চাকা অনেকাংশে থেমে গেছে এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের ভোগান্তি বেড়েছে। এই অবস্থায় সরকারের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে বিত্তবান শ্রেণিকে দরিদ্র ও প্রান্তিক শ্রেণীর কর্মচ্যূত মানুষদের প্রতি সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানাচ্ছি।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি দলমত নির্বিশেষে সমাজের সব সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাহতাব উদ্দিন চৌধুরী ও আ জ ম নাছির উদ্দীন।
সারাবাংলা/আরডি/এমও