Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের মৌখিক পরীক্ষা অনলাইনে

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২১ ১৮:১২ | আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ১৮:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের মৌখিক পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। মৌখিক পরীক্ষার তারিখসহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nu.ac.bd) মাধ্যমে সবাইকে জানানো হবে।

শনিবার (২৪ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত কলেজ অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুই ঘণ্টাব্যাপী এই ভার্চুয়াল সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষরা যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য বিষয় আলোচনা হয়। আলোচনায় উপাচার্য চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত জানান। এছাড়া অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উন্নতি হওয়ার বিষয়েও মতামত নেওয়া হয়।

উপাচার্য জানান, শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে সংকটাপন্ন না হয় এবং একই বর্ষে যাতে দীর্ঘদিন আটকে থাকতে না হয় সেই বিষয়টি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গভীরভাবে চিন্তা-ভাবনা করছে। পর্যায়ক্রমে আরও সিদ্ধান্ত জানানো হবে।

সারাবাংলা/টিএস/পিটিএম

অনলাইন জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা মৌখিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর