রোববার খুলছে মার্কেট, যাত্রীর চাপ বেড়েছে শিমুলিয়া ঘাটে
২৪ এপ্রিল ২০২১ ১৮:১৯
মুন্সীগঞ্জ: রাজধানীমুখী মানুষের ঢল বাড়তে শুরু করেছে। সে কারণে যাত্রীর চাপ বেড়েছে শিমুলিয়া ঘাটে। যাত্রীরা বলছেন, আগামীকাল রোববার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিং খুলছে। সে কারণেই তারা রাজধানীতে ফিরছেন।
শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকেই দক্ষিণবঙ্গ থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের দুই ফেরিঘাটে। ‘কঠোর বিধিনিষেধে’র কারণে গত কয়েকদিন যাত্রী চলাচল ন্যূনতম পরিমাণে নেমে এসেছিল। সেখানে শনিবার সকাল থেকেই শিমুলিয়া ঘাটে উল্লেখযোগ্যসংখ্যক যাত্রী দেখা গেছে।
ফেরি কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, নৌরুটে ফেরির মাধ্যমে কেবল লকডাউনের আওতামুক্ত যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। একইসঙ্গে স্পিড বোট ও লঞ্চ চলাচল পুরোপরি বন্ধ রয়েছে।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (ব্যাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, যাত্রীদের সংখ্যা বাড়লেও অনেক বেশি চাপ পড়েনি। বহরে থাকা ১৭টি ফেরির মধ্যে বর্তমানে পাঁচটি ফেরি সচল রয়েছে। এসব ফেরি দিয়ে লকডাউনের আওতামুক্ত জরুরি পণ্য ও ব্যাক্তিগত যানবাহন পারাপার করা হচ্ছে।
সারাবাংলা/টিআর