Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরমানিটোলায় অগ্নিকাণ্ড: প্রতিবেদন ১০ জুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২১ ২১:৪৪

ঢাকা: পুরান ঢাকার আরমানিটোলায় ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১০ জুন এ প্রতিবেদন জমা দিতে হবে।

শনিবার (২৪ এপ্রিল) মামলাটির এজাহার আদালতে আসে। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার এজাহারটি গ্রহণ করে বংশাল থানার ইন্সপেক্টর (তদন্ত) মীর রেজাউল করিমকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

গত ২৩ এপ্রিল রাতে অবহেলাজনিত মৃত্যু এবং অবৈধভাবে রাসায়নিক দ্রব্য রাখার দায়ে ভবন মালিক ও কেমিক্যাল গোডাউন মালিকদের বিরুদ্ধে বংশাল থানার এসআই মোহাম্মদ আলী শিকদার মামলাটি দায়ের করা হয়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সেহরির কিছু সময় আগে আরমানিটোলার ৬ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ভবনের নিচতলার একাধিক গোডাউনে রাখা রাসায়নিক কেমিক্যাল পুড়ে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এআই/পিটিএম

১০ জুন অগ্নিকাণ্ড আরমানিটোলা প্রতিবেদন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর