মধুপুর পীরের ২ ছেলে গ্রেফতার
২৪ এপ্রিল ২০২১ ২২:২৩
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখানের হেফাজতে ইসলামের নেতা মোহাম্মদ আতাউল্লাহ (৩৪) ও মোহাম্মদ উল্লাহকে (২১) গ্রেফতার করেছে সিরাজদীখান থানা পুলিশ। গ্রেফতার দু’জনেই হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মধুপুরের পীর আমীর আ. হামিদের পুত্র।
শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে মোহাম্মদ আতাউল্লাহকে বরিশাল ও মোহাম্মদ উল্লাহকে বাগেরহাট জেলা থেকে গ্রেফতার করা হয়।
গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর-নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. কামরুজ্জামান জানান, হরতালের দিন (২৮ মার্চ) সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সিরাজদীখান থানার সাবেক ওসি এস এম জালাল উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এসব তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।
ওসি কামরুজ্জামান জানান, গ্রেফতার আতাউল্লাহ ও মোহাম্মদ উল্লাহ ১০ মামলার আসামি।
সারাবাংলা/টিআর