গাবতলীতে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২
২৫ এপ্রিল ২০২১ ০৯:৫০
বগুড়া: গাবতলীতে বিষাক্ত মদপানে একজনের মৃত্যু ও দুইজন অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। পুলিশ মৃত শহিদুল ইসলামের (৩০) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
নিহত ব্যক্তি গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মহিষাবান মধ্যপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি বগুড়া চার মাথায় একটি মাছের আড়তে কয়েলদারির কাজ করতেন। এ ঘটনায় পুলিশ গোলাবাড়ী থেকে বিউটি হোমিও হলের মালিক ডা. বাহালুল আলম বাদলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
জানা গেছে, নিহত শহিদুল ইসলাম ও তার আরও দুই বন্ধু ২৩ এপ্রিল রাতে মদপান করে বাড়িতে আসে। ২৪ এপ্রিল ভোরের দিকে শহিদুল ইসলাম মারা যান। খবর পেয়ে কাফন পড়ানো অবস্থায় শহিদুলের লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অসুস্থ দুইজনের সন্ধান চলছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এএম