সেহরি নিয়ে অসহায় মানুষের পাশে রূপগঞ্জের ইউএনও
২৫ এপ্রিল ২০২১ ১১:২৩
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই শতাধিক অসহায়-ছিন্নমূল মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, বরপা, রূপসী, তারাবো বিশ্বরোড এলাকার দুই শতাধিক হত-দরিদ্র, রিক্সা চালক, নিরাপত্তা প্রহরী ও রাস্তার পাশে শুয়ে থাকা ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে এ সেহরির প্যাকেট পৌঁছে দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান।
এ সময় ইউএনও এর সঙ্গে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানসহ অনেকে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান বলেন, ‘নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহর নির্দেশনায় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো রমজানে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়দের মাঝে সেহরির খাবার বিতরণ করা হবে। এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা রূপগঞ্জ উপজেলায় ছিন্নমূল মানুষের মাঝে এ সেহরি বিতরণ করেছি। এ পদক্ষেপে আমরা রূপগঞ্জ উপজেলা প্রশাসন নিজেকে ধন্য মনে করছি। পুরো রমজান মাসে আমাদের এ সেহরি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’
সারাবাংলা/একে