Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে একদিনে করোনায় ১১ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২১ ১১:৫৬

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে। করোনার সংক্রমণ শুরুর পর থেকে চট্টগ্রামে একদিনে এত মৃত্যু আগে হয়নি।

রোববার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য এসেছে।

চলতি এপ্রিল মাসে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু হিসেব করে দেখা গেছে, এপ্রিলের ২৪ দিনে চট্টগ্রামে ১০৯ জনের মৃত্যু হলো। এর আগে, এক মাসে এত মৃত্যুর রেকর্ডও নেই। রেকর্ড পরিমাণ সংক্রমণও হয়েছে এই এপ্রিলে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৭১ জন। এক হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করে ১৭১ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ১৪১ জন নগরের এবং ৩০ জন উপজেলার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৩ শতাংশ।

এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্ত দাঁড়ালো ৪৮ হাজার ৮৮৭ জনে। শুধুমাত্র চলতি মাসের এপ্রিলে ৮ হাজার ৬০৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে শহরের আটজন এবং উপজেলার তিনজন আছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃত্যু দাঁড়ালো ৪৯৭ জনে। এর মধ্যে শহরের ৩৭০জন।

এর আগে এ বছরের ১০ এপ্রিল চট্টগ্রামে করোনায় একদিনে সর্বোচ্চ ৯ জন মারা গিয়েছিল।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম টপ নিউজ নভেল করোনাভাইরাস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর