Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২১ ১৪:১৯

ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারে সূচকের ঊর্ধমুখীধারা অব্যাহত রয়েছে। রোববার (২৫ এপ্রিল) পুঁজিবাজারে টানা নবম দিনের মতো সূচকের ঊর্ধমুখীধারা অব্যাহত রয়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেন বৃদ্ধির এই ধারা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অব্যাহত ছিল।

রোববার দিনশেষে ডিএসই’র ৩৫৬টি কোম্পানির ২৭ কোটি ১৩ লাখ ৪ হাজার ৮১৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২০১টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ১৮৬ কোটি ৪৯ লাখ টাকা। আগের দিন বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৮৩ কোটি ২৯ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯৮ পয়েন্টে উন্নীত হয়।এছাড়াও এদিন ডিএসই-৩০ মূল্যসূচক ৩০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৫ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৩৬ কোম্পানির ১ কোটি ৪১ লাখ ৪০ হাজার ৯২৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৮৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯০৭ পয়েন্টে উন্নীত হয়।এদিন সিএসইতে ৬২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ৩৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর