Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দর এলাকা থেকে শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২১ ১৭:২৯ | আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১৮:৫২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকার বলাকা ভবনের পিছনে ট্রাফিক ডাম্পিং থেকে আহাদ নামে দশ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

বিমানবন্দর থানার (পরিদর্শক তদন্ত) মোহাম্মদ কায়কোবাদ কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহাদ পথশিশু হিসেবে ওই এলাকায় ঘোরাফেরা করত। আমরা শুধু জানতে পেরেছি তার বাড়ি নোয়াখালী। তার বাবা-মায়ের পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, নিহত আহাদ যাদের সঙ্গে ঘোরাফেরা করত তারাই গত রাতে কোনো একসময় ভারি কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে এবং সেই আঘাতের কারণে ঘটনাস্থলেই সে মারা যায়। যারা তাকে আঘাত করেছে তারাও ভাসমান। এই ঘটনায় বেশ কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত আরও জানার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

মরদেহ রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর