Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সেক্টর কমান্ডারদের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২১ ১৮:৫০

ঢাকা: মহান মুক্তিযুদ্ধের অর্জন ও ধর্মের পবিত্রতা রক্ষার্থে ধর্মব্যবসায়ী অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।

রোববার (২৫ এপ্রিল) ‘মুক্তিযুদ্ধের অর্জন ও হেফাজতি তাণ্ডব’ শীর্ষক এক আলোচনা সভায় সংঠনটির পক্ষে এ দাবি জানানো হয়। সংগঠনের কার্যনির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অ্যাডিশনাল আইজিপি নুরুল আলমের সভাপতিত্বে ভার্চুয়াল ওই সভা অনুষ্ঠিত হয়৷

আলোচনায় অংশ নিয়ে লেখক বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনরা বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে হেফাজতের প্ররোচনায় দেশের বিভিন্ন জায়গায় যে সহিংসতা ও তাণ্ডব চালানো হয়েছে, তা বাংলাদেশের মৌলভিত্তিকে আঘাত করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে এই অপতৎপরতা চালানো হলেও এরা মূলত জাতীয় স্বাধীনতা ও সংবিধানকেই আঘাত করেছে। এই অপশক্তিকে আর কোনো ছাড় দেওয়া উচিত হবে না।‘

সংগঠনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট লেখক হারুন হাবীব বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে স্বাধীনতা বিরোধী ধর্মাব্যাসায়ী মহল যে তাণ্ডব ঘটিয়েছে, তা পূর্ব পরিকল্পিত ও মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা ও বাংলাদেশের পবিত্র সংবিধানের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ।’

সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ বলেন, ‘সাম্প্রতিক সহিংসতাগুলো ধর্মীয় মৌলবাদীরা রাজনৈতিক পরিকল্পনায় করেছে। এদের অপরাধের উপযুক্ত শাস্তি প্রাপ্য।’

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার বলেন, ‘হেফাজতে ইসলাম পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির পায়তাড়া করছে। চিহ্নিত স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামীর সাথে একযোগে তারা রাষ্ট্রকে আঘাত করেছে।’ এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের মেয়ে মাহজাবীন খালেদ সংগঠনের যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ডা. মনসুর আহমদ, স্বাধীন বাংলা বেতারের বিশিষ্ট শিল্পী ও সংগঠনের নারী বিষয়ক সম্পাদক বুলবুল মহলানবীশ, কেন্দ্রিয় নারী কমিটির সাধারণ সম্পাদক সঙ্গীত শিল্পী ও শিক্ষাবিদ ইফফাত আরা নার্গিস, ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক ও বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, সংগঠনের যুগ্ম প্রচার সম্পাদক মঈদ হাসান তড়িৎসহ অনেকে।

সারাবাংলা/ইএইচটি/এমও

অপশক্তি সেক্টর কমান্ডার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর