ভাইয়ের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে, যুবককে অপহরণ করে নির্যাতন
২৫ এপ্রিল ২০২১ ২১:২৩
বরিশাল: নারীঘটিত বিষয় নিয়ে বিরোধের জের ধরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক এলাকায় হাসিব মামুন (২৪) নামে এক যুবককে রাতের আঁধারে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতন শেষে ডাকাত আখ্যায়িত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।
আহত মামুন জানান, প্রায় দেড়মাস আগে সৌদি প্রবাসী চাচাতো ভাই নিপুরের স্ত্রী বুশরা ইমা তার স্বামীকে তালাক দিয়ে তাকে (মামুন) বিয়ে করেন। পরে তারা ঢাকায় একসঙ্গে বসবাস শুরু করেন। শনিবার রাত ১০টার দিকে ঢাকা থেকে হিজলার পত্তনীভাঙ্গা শ্বশুর বাড়ি বেড়াতে আসেন তারা।
এ সময় বুশরার সাবেক দেবর দিপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী মামুনকে শ্বশুর বাড়ি থেকে অপহরণ করে আন্দারমানিক গ্রামে নিয়ে যায়। সেখানে নিয়ে হাত-পা ও চোখ বেঁধে মামুনকে ব্যাপক নির্যাতন করেন তারা। পরে তাকে ডাকাত অভিহিত করে থানা পুলিশে সোপর্দ করে। পরে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মামুনের বিরুদ্ধে তার চাচাতো ভাই নিপুর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পুলিশ পাহাড়ায় শের-ই বাংলা মেডিকেলে তার চিকিৎসা চলছে।
তিনি আরও বলেন, হাসিব মামুনকে নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।
সারাবাংলা/এনএস