Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দ্বিতীয় ঢেউয়ের কারণ বুঝতে পারলে তৃতীয়টা থেকে রক্ষা পাওয়া যাবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২১ ২২:০০

জাহিদ মালেক, ফাইল ছবি

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার প্রথম ঢেউ সক্ষমতার সঙ্গে সামাল দেওয়া হয়েছিল। কিন্তু তখন স্বাস্থ্যবিধি মানতে মানুষ অনীহা দেখানোতে দ্বিতীয় ঢেউ এসেছে। দ্বিতীয় ঢেউ কেন হলো, তা বুঝতে পারলে তৃতীয় ঢেউ থেকে রক্ষা মিলবে।

রোববার (২৫ এপ্রিল) ‘বিশ্ব ম্যালেরিয়া দিবস’ উপলক্ষে অনলাইন জুম অ্যাপে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে এ আলোচনা সভা আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণেই দেশে দ্বিতীয় ঢেউ চলছে। দিনে প্রায় ১০০ মানুষের মৃত্যু হচ্ছে। সময়মতো সরকার লকডাউন ঘোষণা করায় করোনার দ্বিতীয় ঢেউ হয়তো সামনেই কমে যাবে। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণ সম্পর্কে সচেতন না হলে সামনে আবারও তৃতীয় ঢেউ চলে আসবে এবং তৃতীয় ঢেউ আরও ভয়াবহ হয়ে দেখা দিতে পারে। এ কারণে করোনার হাত থেকে বাঁচতে চাইলে দেশের প্রতিটি মানুষকে করোনা নির্মূল না হওয়া পর্যন্ত সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, করোনার প্রথম ঢেউ আমরা যথেষ্ট দক্ষতার সঙ্গে সামলে নিয়েছিলাম। ফেব্রুয়ারিতে যখন করোনায় মৃত্যু কমে আসে, তখন মানুষ ভেবেছিল করোনা দেশ থেকে চলে গেছে। আর তখনই স্বাস্থ্যবিধি মানতে মানুষ অনীহা দেখায়। কক্সবাজার, সিলেটসহ পর্যটন কেন্দ্রগুলোতে ২৫-৩০ লাখ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই ভ্রমণ করেছে। অধিকহারে বিয়ের অনুষ্ঠান, পিকনিকসহ নানা রকম সামাজিক অনুষ্ঠান করা হয়েছে। তখন কোনও স্বাস্থ্যবিধি মানা হয়নি, মানুষ মাস্ক পরেনি।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমূল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) জুয়েনা আজিজ, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর।

সারাবাংলা/এসবি/এসএসএ

করোনা স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর