Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কেট-শপিংমলে স্বাস্থ্যবিধি না মানলে ছাড় নয়: আ.লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২১ ২২:০৭

চট্টগ্রাম ব্যুরো: খুলে দেওয়া মার্কেট-শপিংমলে অহেতুক ভিড় এড়ানো এবং ‘নো মাস্ক, নো সার্ভিস’ নির্দেশনা কঠোরভাবে অনুসরণের তাগিদ দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

কেউ স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি নির্দেশনা অমান্য করলে পুলিশ ও প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাহতাব ও নাছির বলেন, ‘করোনার তীব্র সংক্রমণের মধ্যেও ভোক্তাদের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে মার্কেট-শপিংমল সকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত যেন হিতে বিপরীত না হয় সেজন্য অহেতুক জনসমাগম এড়াতে হবে। নো মাস্ক-নো সার্ভিস নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এক্ষেত্রে কোনো ব্যতয় হলে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। শাস্তি নিশ্চিত করতে হবে।’

বিবৃতিতে দুই নেতা বলেন, ‘সরকার জীবন সুরক্ষার পাশপাশি জীবিকার চাকাকেও সচল রাখতে চায়। তবে জনস্বাস্থ্যের নিরাপত্তায় কোনো ধরনের হুমকি সৃষ্টি হলে বিরূপ পরিস্থিতির দায় মার্কেট-শপিংমলের মালিক-কর্মচারিদের নিতে হবে। তাদের কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। আশা করি কেউ সীমা লঙ্ঘন করবেন না।’

সারাবাংলা/আরডি/এমও

আওয়ামী লীগ মার্কেট-শপিংমল স্বাস্থ্যবিধি

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর