Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২১ ০১:১১

প্রতীকী ছবি

ঢাকা: আবারও দেশে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছে। রোববার ( ২৫ এপ্রিল) রাত ৯টায় ১৩ হাজার ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে এই নতুন রেকর্ড হয়। এর আগে গত ১৫ এপ্রিল সর্বশেষ ১৩ হাজার ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল হাসান চৌধুরী এসব তথ্য জানিয়েছে।

তিনি জানান, রোববার রাত ৯টায় সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৩ হাজার ৫২০ মেগাওয়াট। আর উৎপাদনও হয়েছে ১৩ হাজার ৫২০ মেগাওয়াট এবং চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না।

তিনি আরও জানান, দেশে বর্তমানে দৈনিক ১৪ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে।

সারাবাংলা/জেআর/এসএসএ

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর