Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ১ বছরে করোনায় মৃত্যু ৫০০ ছাড়াল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২১ ১২:৩৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে গতবছর মহামারি শুরুর পর থেকে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। আক্রান্ত ছাড়িয়ে গেছে ৪৯ হাজার।

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে সোমবার (২৬ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের পাঠানো প্রতিবেদনে এ তথ্য এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এক হাজার ৩৬২ জনের নমুনা পরীক্ষা করে ২০৮ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। সংক্রমণ হার ১৫ শতাংশের বেশি। নতুন আক্রান্তদের মধ্যে শহরের ১৫৯ জন ও উপজেলার ৪৯ জন।

এ সময়ের মধ্যে করোনায় আক্রান্ত অবস্থায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সাতজন মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন শহরের ও দু’জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন রোগী করোনায় আক্রান্ত হয় মারা যান।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া সারাবাংলাকে জানিয়েছেন, এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৯৫ জন। এর মধ্যে শহরের ৩৯ হাজার ৪০০ জন এবং উপজেলার ৯ হাজার ৬৯৫ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৫০৪ জন। এর মধ্যে ৩৭৫ জন শহরের এবং ১২৯ জন উপজেলার বাসিন্দা।

সারাবাংলা/আরডি/এনএস

করোনায় মৃত্যু ৫০০ ছাড়াল চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর