Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাড়ির ছাদে করে বাবার দেহ শ্মশানে নিয়ে গেলেন ছেলে


২৬ এপ্রিল ২০২১ ১৬:২৬

বাবার মরদেহ শ্মশানে নিয়ে যেতে লাশবাহী গাড়ি বা অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। তাই প্রাইভেট কারের ছাদে করেই শ্মশানে নিয়ে গেলেন ছেলে। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা জেলায়।

সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগ্রার হাসপাতালে মারা যান এক বৃদ্ধ। মরদেহ শশ্মানে নিয়ে যেতে লাশবাহী গাড়ি বা অ্যাম্বুলেন্সের আবেদন করেন তার ছেলে। কিন্তু হাসপাতাল তো নয়ই গোটা এলাকায়ই এমন কোনো গাড়ি খালি পাওয়া যায়নি। পরে বাধ্য হয়েই প্রাইভেট কারের ছাদে বাবার মরদেহ বেঁধে শ্মশানে নিয়ে যান ওই ছেলে। খবর জি নিউজের।

বিজ্ঞাপন

ভারতে প্রতিদিনই এ ধরনের ঘটনা উঠে আসছে সংবাদমাধ্যমে। যেখানে মহামারিতে মৃতদের স্বাস্থ্যবিধি মেনে শেষকৃত্য হওয়ার কথা সেখানে প্রতিনিয়তই এমন চিত্র। মহামারি প্রচণ্ড থাবায় বিপর্যস্ত দেশটিতে এখন স্বাস্থ্য শৃঙ্খলা রক্ষা কঠিন হয়ে পড়েছে।

ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একই  সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৮০৬ জন।

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর