Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিভাবক গেলেন মিষ্টি কিনতে, শিশুসহ ছিনতাই হলো মাইক্রোবাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২১ ১৮:২৫

সুনামগঞ্জ: জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ থেকে শিশুসহ একটি মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ বাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সাদা রঙয়ের একটি মাইক্রোবাসে শিশু হালিমাকে (৫) রেখে মিষ্টি কেনার জন্য দোকানে গিয়েছিলেন অভিভাবকরা। পরে তারা ফিরে এসে দেখেন গাড়ি নেই। হারিয়ে যাওয়া গাড়ির নম্বর ঢাকা মেট্রো ৫৩-১২১৫। আর এ গাড়ির ভেতরেই বসেছিলো পাঁচ বছর বয়সি শিশু হালিমা। গাড়ির সঙ্গে তাকেও পাওয়া যাচ্ছে না।

শিশু হালিমা গোবিন্দগঞ্জের শহিদপুর এলাকার মিজানুর রহমানের মেয়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই শিশু কিংবা গাড়ির কোনো সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ছিনতাই হতে পারে। হয়ত ছিনতাইকারী গাড়ি ছিনতাই করতে গিয়ে শিশুটিকেও নিয়ে গেছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা সব জায়গায় অভিযান চালাচ্ছি। হাইওয়ে পুলিশকেও বার্তা দেওয়া হয়েছে। তারাও তল্লাশি চালাচ্ছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শিশুসহ গাড়িটি উদ্ধার করতে।’

সারাবাংলা/এমও

ছিনতাই মাইক্রোবাস মাইক্রোবাস ছিনতাই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর