Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝটিকা সফরে মঙ্গলবার ঢাকা আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২১ ১৮:১৬

ঢাকা: ঝটিকা সফরে ঢাকা আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি। একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) তিনি ঢাকা আসছেন। তবে এ বিষয়ে ঢাকায় অবস্থিত চীনের দূতাবাসের কাছে জানতে চেয়ে যোগাযোগ করলে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার সকালে চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি ঢাকা আসবেন। সংক্ষিপ্ত সফর শেষে বিকেলেই আবার শ্রীলংকার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন তিনি।

ঢাকা সফরে এসে চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতার্ষিকী উদযাপনের অংশ হিসেবে চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি ঢাকা সফরে আসছেন বলে কূটনৈতিক সূত্রগুলো বলছে। এর আগে, স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দক্ষিণ এশিয়ার একাধিক দেশের সমন্বয়ে সমুদ্রে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ওই সময়ে ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বাংলাদেশ সফর করেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, চলমান করোনা মোকাবিলায় ভ্যাকসিন ইস্যু, প্রতিরক্ষা খাত ও এই অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সফরটি খুবই গুরুত্বপূর্ণ। এরই মধ্যে বাংলাদেশ চীনের কাছে ভ্যাকসিন বিষয়ে সহযোগিতা চেয়েছে। আবার দক্ষিণ এশিয়ার ছয় দেশ নিয়ে চীনের উদ্যোগে ভ্যাকসিন সহযোগিতা জোটে বাংলাদেশ থাকবে বলে সম্মতি দিয়েছে। তাই এই সফরে ভ্যাকসিন বিষয়ে কোনো বার্তা থাকতে পারে।

সারাবাংলা/জেআইএল/টিআর

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি ঝটিকা সফর টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর