Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাইমা রহমানের নামে ভুয়া অ্যাকাউন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২১ ১৯:৩৬

ঢাকা: জিয়া পরিবারের তৃতীয় প্রজন্ম জাইমা রহমানের নামে সামাজিক যোগাযোগ মাধ্য টুইটার ও ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

শুধু জাইমরা রহমান নয়, তার বাবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও একাধিক ভুয়া ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামেও ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, এসব অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময় বিএনপি ও জিয়া পরিবার সম্পর্কে ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। সর্বশেষ শনিবার (২৫ এপ্রিল) এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়।

এদিন সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে বলা হয়, ‌‘বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার দ্বিতীয়বার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আলহামদুলিল্লাহ। সকলে দেশনেত্রীর জন্য দোয়া করুন। দেশবাসীর জন্য দোয়া করুন।’

এর আগে, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি দিয়ে পোস্ট লেখা হয়, ‘আলহামদুলিল্লাহ। দাদুর শরীরে আর কোনো উপসর্গ নেই।’

অথচ শনিবার (২৪ এপ্রিল) রাতেই খালেদা জিয়ার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার দ্বিতীয়বার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।

এর আগে, গত মার্চে মির্জা ফখরুল ইসলামের নামে আরেকটি ভুয়া অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছিল, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান অসুস্থ।

বিজ্ঞাপন

এসব অ্যাকাউন্ট সম্পর্কে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে বলেন, ‘আমি দায়িত্ব নিয়েই বলছি— সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানের কোনো অ্যাকাউন্ট নেই। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও ফেসবুক অ্যাকাউন্ট নেই। তবে টুইটারে অ্যাকাউন্ট আছে।’

এদিকে, সোমবার (২৬ এপ্রিল) আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফেসবুকে ইদানিং আমার নিজের নামে ফলস ফেক অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন রকমের প্রচারণা চালানো হচ্ছে। একইসঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবার ও দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নামেও ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে মিথ্যা সংবাদ, মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। আমরা এটার আগেও নিন্দা জানিয়েছি, আজও নিন্দা জানাচ্ছি।’

‘আমার কাছে মনে হয়, এই বিষয়টির সঙ্গে পুরোপুরিভাবে সরকারের মদত আছে এবং সরকারের মদতপুষ্ট দুস্কৃতিকারীরা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে,’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলগীর।

তিনি বলেন, ‘একদিকে তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করে চরমভাবে মানুষের বাকস্বাধীনতাকে রুদ্ধ করে দিয়েছে, সাংবাদিকদের স্বাধীনতা লেখার স্বাধীনতা, সত্য কথা বলার স্বাধীনতা হরণ করেছে, অন্যদিকে আমাদের নামে ফেক আইডি তৈরি করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে।’

সারাবাংলা/এজেড/টিআর

জাইমা রহমান বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর