বকেয়া উপবৃত্তি পেতে যাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা
২৬ এপ্রিল ২০২১ ১৯:৫৭
ঢাকা: ছয় মাসের বকেয়া উপবৃত্তির টাকা পেতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মে মাস নাগাদ উপবৃত্তির এই টাকা শিক্ষার্থীদের মায়েদের মোবাইলে পাঠানো হবে।
ডাক বিভাগের ক্ষুদ্র লেনদেন প্রকল্প নগদের মাধ্যমে এবার প্রাথমিক পর্যায়ে এক কোটি ৪০ লাখ শিক্ষার্থীর উপবৃত্তি দিচ্ছে সরকার। মহামারির কারণে প্রায় এক বছর উপবৃত্তি কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের ছয় মাসের টাকা বকেয়া পড়ে যায়। যা আগামী ১৫ দিনের মধ্যে মায়েদের কাছে পাঠানো হবে।
প্রাথমিকে উপবৃত্তির প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব ইউসুফ আলী বলেন, ‘মে মাসের মধ্যে আমরা সব অর্থ পাঠিয়ে দেবো। শিক্ষার্থীদের মায়েদের নগদ অ্যাকাউন্টে একসাথে বকেয়া ছয় মাসের টাকা যাবে।’
তিনি জানান, বকেয়া ছয় মাসের অর্থ নিরাপদভাবে পাঠানোর পর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পরবর্তী তিন মাসের অর্থও পাঠানো হবে। এ বছর উপবৃত্তির আর কোন টাকা বকেয়া পড়বে না বলেও জানান তিনি।
উল্লেখ্য, মহামারির কারণে গেল এক বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এই সময়ে উপবৃত্তির অর্থের মতো আটকে গেছে নিয়মিত শিক্ষা কার্যক্রম ও অনেক পরীক্ষাও।
সারাবাংলা/টিএস/পিটিএম