চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের বিরোধের জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদপুরে এ ঘটনা ঘটেছে।
নিহত মো. ফরিদের বয়স আনুমানিক ১৬ বছর। বাসা মোহাম্মদপুর রেললাইনের পাশে। ফরিদ রড মিস্ত্রি বলে জানিয়েছে পুলিশ।
হত্যাকাণ্ডে জড়িত সমবয়সী কিশোরকে খুনে ব্যবহৃত ছোরাসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-উত্তর) আবু বকর সিদ্দিক।
এডিসি আবু বকর সারাবাংলাকে বলেন, ‘মোহাম্মদপুরে বিবদমান দুটি কিশোর গ্যাং সক্রিয় আছে। সম্প্রতি একটি মোবাইল চুরির ঘটনা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। এর জেরে সন্ধ্যায় বাসায় গিয়ে ফরিদকে ছুরিকাঘাত করা হয়।’
তিনি জানান, আহত অবস্থায় ফরিদকে চট্টগ্র্ম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হত্যায় জড়িত কিশোরকে গ্রেফতার করে।