Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিনের প্রথম ডোজ বন্ধ করে দেওয়ায় ড. কামালের প্রতিবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২১ ০০:৩২

ঢাকা: গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ বন্ধ করে দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সোমবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

বিৃতিতে তিনি বলেন, ‘করোনায় যেখানে মৃত ও শনাক্তের হার দেশে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, সেখানে ভ্যাকসিন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। শুধুমাত্র সিরামের সঙ্গে চুক্তি করা কি সঠিক হয়েছে? করোনার বিরুদ্ধে লড়াই ঘোষণা করে, ভ্যাকসিন নাই, অক্সিজেন নাই, পর্যাপ্ত করোনা টেস্ট কিংবা চিকিৎসার ব্যবস্থা নাই। বাংলাদেশের মত জনবহুল দেশে এটা কতবড় বিপর্যয় বয়ে আনতে পারে সরকার মনে হয় এটা ঠিকমত বুঝে উঠতে পারেনি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা করোনার আক্রমণ থেকে জনগণকে রক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। অতিসত্ত্বর করোনার ভ্যাকসিন সংগ্রহ ও জনগণের মধ্যে পুরোদমে ভ্যাকসিন দেওয়ার দাবি জানাচ্ছি।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

গণফোরাম ড. কামাল প্রতিবাদ

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর